সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ যোহর তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপসনালয়গুলোতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জানা যায়, মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হবার পর গত শুক্রবার ব্রেইন ষ্ট্রোক ও পরে মস্তিস্কে সফল অস্ত্রোপচারের পর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে ও ৪৮ ঘন্টার নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছিল। গতকাল শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। পরে তার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

উপজেলার পৌর এলাকায় শিমলা বাজার টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক বলেন, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। মোহাম্মদ নাসিমসহ করোনা আক্রান্ত সবার আশু রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।