বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১লা সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে মেঘ শিমুল এগ্রো ফিশারিজে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ্, সাবেক চেয়ারম্যান আ.ন.ম সাদেকুর রহমান নঈম।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান স্বাধীন, বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, আব্দুল গফুর, আব্দুল মান্নান মানু, রুহুল আমিন ফকির যুবদল নেতা মতিউর রহমান মতি, নাজমুল হুদা, মোল্লা মোঃ আলী সাবরি, চঞ্চল, নাদিম সারওয়ার, ছাত্রদল নেতা হিরা, জনি, দেলোয়ার মাহমুদ সহ অন্যরা।

সভাপতির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, করোনা পরিস্থিতির কারনে আমরা বড় করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছিনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি।

পরে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় ও দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।