সাগর তালুকদার : ময়মনসিংহের তারাকান্দায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে বুধবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা শেষে বর্ণাঢ্য র‌্যালী তারাকান্দা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগের নেতৃবৃন্দরা।

পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান এর সভাপতিত্বে তারাকান্দা শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের যুগ্ন আহব্বায়ক বিল্পব চৌধরী এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্ত্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক, বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, সহ-সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধরী, যুগ্ন সাধারণ সম্পাদক সামছুল আলম রাজু প্রমূখ।