সাগর তালুকদার : ময়মনসিংহের তারাকান্দায় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার র্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি রাকিব তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আনারুল ইসলাম আনার মন্ডল। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।










