নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে বনপাড়া-পুড়াপুটিয়া সড়কে মালিঝি গাঙে একটি ব্রিজের অভাবে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ। এই রাস্তা দিয়ে বনপাড়া, সিংহেশ্বর, খাটাইশ্যাকান্দা, পুড়াপুটিয়া, ধনারভিটা, মারুয়াকান্দি, ডোবারপাড় ও মাইঝপাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ চলাচল করে থাকেন। উপজেলা সদর থেকে বাইরাখালী ব্রিজ সংলগ্ন সুজন মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়কের পর মাত্র আধা কিলোমিটার দূরে মালিঝি গাঙ। ওই গাঙে প্রায় ৩০ বছর আগে সাময়িক চলাচলের জন্যে একটি টানা ব্রিজ করা হয়েছিল।
জানা যায়, শনিবার বিকালে পুড়াপুটিয়া শাহী বাজার জামে মসজিদের ইটভর্তি ট্রলি ওই ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে ট্রলি খাদে পড়ে যায়। এসময় ট্রলি চালক আয়নাল হক (৩০), হেলপার বিপুল (২০) ও রিফাত (২২) গুরুতর আহত হয়। এছাড়াও প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। পরে সেটি ভেঙে নিচে পড়ে গেলে আনুমানিক ১৮ বছর আগে ব্রিজটি পুনরায় সংস্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেটি ভেঙে ব্রিজের উভয় পাশের প্রায় ১০ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পথচারী ভাইটকান্দি সখল্যা মোড়ের ইমরুল হাসান ও শেরপুর রোড মোড়ের সৈয়দ কামরুল ইসলাম বলেন, বর্তমানে এই এলাকায় বোরো ধান কাটা ও মাড়াই চলছে। এই ব্রিজটির জন্যে কৃষকরা ধান বাজারজাত করাসহ নানা ভোগান্তির শিকার হচ্ছে।
এ বিষয়ে সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব বলেন, আমি বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ইঞ্জিনিয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করেছি। আপাতত চলাচলের উপযোগী করে সংস্কার করে দেওয়া হবে। পরে মজবুত করে ব্রিজ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, ঘটনাটি আমি শুনেছি। ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করে শিগগরিই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










