নিজস্ব প্রতিনিধি: পরিকল্পিতভাবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় ময়মনসিংহ সদর উপজেলার চুড়খাই বাজারে সদর উপজেলার ১২ নম্বর ভাবখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রোকনুজ্জামান সরকার রোকন বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘ ছয় বছর নির্জন কারাগারে বন্দি রাখা হয়েছে। পরিকল্পিতভাবে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাঁর এই ত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি আরও বলেন, বর্তমানে অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলটি দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হোসাইন শাহীন, সদস্য সচিব বুলবুল আহমেদ, ভাবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মিলন, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।