অনলাইন ডেস্ক : নেত্রকোণার বারহাট্টায় ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে দোকান ভাংচুরের সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ কাইয়ুম শেখ নামে এক আসামী কে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১০ ঘটিকার সময় আসমা ইউনিয়নের গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি দোকান থেকে আটক করা হয়।

কাইয়ুম গুলিয়া গ্রামের মৃত কালাচানের ছেলে ও ৪নং আসমা ইউনিয়ন ৬নং ওয়ার্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। বারহাট্টা থানার ওসি মোঃ শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিন্ত করেন।

বারহাট্টা থানার নবযোগদানকৃত ওসি মোঃ শিবিরুল ইসলাম জানান ২০২৪ এ জুলাই-আগস্ট আন্দোলনে দোকান ভাংচুরের সাথে জড়িত থাকায় বারহাট্টা থানার ৯নং মামলার এজাহার ভুক্ত আসামী মোঃ কাইয়ুম শেখ দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকায় মঙ্গলবার রাত ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে বুধবার নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।