ঝিনাইগাতী প্রতিনিধি: সারা দেশের মতো শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইডস এবং বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাদ যোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

দিবসের দ্বিতীয় পর্বে ‘স্বপ্নের বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণে নতুন বাংলাদেশ গঠন’ শীর্ষক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়।

দিনব্যাপী কর্মসূচিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠে সুধী সমাজ বনাম সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।