ফুলবাড়ীয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সদর ইউনিয়নের হুকুম চাঁদা গ্রামে তরুণ সমাজের উদ্যোগে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। খেলাকে ঘিরে পুরো এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে উপস্থিত বিপুলসংখ্যক দর্শকের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন সমাজসেবক জিয়াউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আহম্মদ আলী, সাবেক ছাত্রনেতা শামীম মল্লিক, জুয়েল মিয়া, খাইরুল ইসলাম, রানা মিয়া, ইলিয়াস মণ্ডল, মোশাররফ হোসেন, সারোয়ার সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় অবিবাহিত দল বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন।