নেত্রকোণা সংবাদদাতা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নেত্রকোণা জেলায় রাউন্ড টেবিল বাংলাদেশ ও ক্লিন আপ নেত্রকোণার যৌথ উদ্যোগে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় বর্ণাঢ্য বিজয় দিবস সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিতে প্রায় ১১০ জন তরুণ-তরুণী জাতীয় পতাকা এবং লাল টি-শার্ট পরিধান করে অংশগ্রহণ করেন। র‍্যালিটি মোক্তারপাড়া মাঠ থেকে আনন্দ বাজার, সাতলাই নদীর পাড়, কালীবাড়ি, তেরী বাজার ও ছোট বাজার প্রদক্ষিণ করে আবার মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।

র‍্যালির শুরুতে অংশগ্রহণকারীরা তাদের সাইকেল নিয়ে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করেন, যা দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা।

আরও উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নেত্রকোণা, রাউন্ড টেবিল বাংলাদেশ কর্মকর্তা এজাজ আহমেদ রনি, ক্লিন আপ নেত্রকোণার সমন্বয়ক সৈয়দ আবুল আল মনসুর, সাইক্লিস্ট রাহাত, রিয়াদ, সামীসহ আরএফএল এর রিজিউনাল ও জোনাল ম্যানেজার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

media image
ছবি

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আজকের সাইকেল র‍্যালি একটি প্রশংসনীয় উদ্যোগ। যুবসমাজের মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেওয়া এবং তাদের মাদকবিমুখ ও শারীরিকভাবে সুস্থ রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, নতুন প্রজন্ম এই চেতনা ধারণ করে সামনের ভবিষ্যৎকে উজ্জ্বল ও সমৃদ্ধশালী করবে।

ক্লিন আপ নেত্রকোণার সদস্য হিরন মিয়া বলেন, বিজয় মানে মুক্তি। তবে মুক্তি শুধু ইতিহাসে নয়, আজও আমাদের মন ও সমাজের নোংরা মানসিকতা, দুর্নীতি ও অশৃঙ্খলতা থেকে মুক্ত হতে হবে। এই র‍্যালি সেই বার্তা ছড়িয়ে দেয়।

রাউন্ড টেবিল বাংলাদেশের এজাজ মাহমুদ রনি বলেন,বিজয় দিবসকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী উদ্যোগ । সাইক্লিং একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারার প্রতীক। তরুণ প্রজন্ম যদি এই অভ্যাস গড়ে তোলে, তাহলে শহর হবে আরও সুন্দর ও প্রাণবন্ত।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিচ্ছন্ন ও সুষ্ঠু নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজয় দিবসকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী উদ্যোগ শহরবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সাইকেল র‌্যালিটির আয়োজনে মিডিয়া পাটনার হিসেবে ছিল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সবুজ।