স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা ও ত্রিশাল উপজেলা পরিষদ পৃথক অনুষ্ঠান মালার আয়োজন করে। ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের উদ্যোগে সকাল ১০’টায় টাউনহল প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিমনেশিয়াম চত্তরে শেষ হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান এ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী আফিসার শেখ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে জিমনেশিয়াম মঞ্চে বেলা ১১টায় বঙ্গবন্ধুর জীবনের উপর আলেচনা করেন সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুল হোসেন, মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ এর শিক্ষক এনামুল হক, শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। ত্রিশাল উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়। ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শেখ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, এ ছাড়াও শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ অনেকে বক্তব্য রাখেন। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।