রফিকুল ইসলাম : মাধ্যমিক পর্যায়ে ৪৯ তম শীতকালীণ জাতীয় স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অংশ নিয়ে ১০০ মিটার দৌড় ও লম্বা লাফে বিভাগীয় পর্যায়ে সেরা খেলোয়ার হওয়ার গৌরব অর্জন করেছে কেন্দুয়ার মোঃ নাসিম। একই সাথে সে ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। শনিবার ময়মনসিংহের জিলা স্কুল ছাত্রাবাস খেলার মাঠে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের সায়মা শাহজাহান একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী নাসিমে এ কৃতিত্বের সাক্ষরে বাবা-মা ও নিজ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল মহলে বইছে আনন্দের উচ্ছ্বাস। নাসিমকে অনুপ্রেরণা দানকারী বিরোচিত মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বলেন, নাসিমের এই সাফল্য নাসিমের নয় এটি কেন্দুয়া বাসীর। সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক শহিদুল হক গণমাধ্যম কর্মীদের বলেন, নাসিম আমাদের গর্ব সে আমাদের মূখ উজ্জল করেছে। আশা করছি তার সাফল্যের ধারা অব্যাহত রেখে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।










