নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (১৮ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ওইদিন সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে প্রধান অতিথি জাতীয় পতাকা ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক অনিমা রানী সাহা প্রতিষ্ঠানের ক্রীড়া পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের স্কাউট দল ও ক্রীড়া প্রতিযোগীরা মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে সালাম প্রদর্শনের পর প্রধান অতিথি পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শহীদ স্মৃতি আদর্শ কলেজ খেলার মাঠে উদ্বোধন করেন। উপজেলার আরো ২টি শিক্ষা প্রতিষ্ঠান মুশুলী উচ্চ বালিকা বিদ্যালয় ও আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।