এস.এইচ.এম.এহসান : জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলÿ্যে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলÿ্যে শনিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদÿিণ করে। র‌্যালীতে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। র‌্যালীতে নেতৃত্ব দেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ¦ ডা. মো. মুরাদ হাসান এমপি। পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে পৌরসভা চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়।