মধুপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মাষ্টার পাড়া এলাকার মৃত মেঘলাল কর্মকারের ছেলে দুলাল কর্মকারের ক্রয়কৃত সাবেক দাগ ৪০৫ হাল ২৭৩৪ দাগে তিন শতাংশ জমিতে বসতবাড়ী করে দীর্ঘ দিন যাবৎ বসবাস করিতেছেন। একই এলাকার প্রভাবশালী আনন্দ আর্য্য তার পরিবারের লোকজন নিয়ে জোরপূর্বক ভাবে দুলাল কর্মকারের উক্ত জমি বেদখল করার পায়তারা করছেন। এ ব্যাপারে গত ১৫ জানুয়ারী আনন্দ আর্য্যসহ মোট ছয় জনের নাম উল্লেখ করে শান্তিপূর্র্ণ ও স্বাভাবিক জীবন যাপন করার লক্ষে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন।