নিজস্ব সংবাদদাতা : নেত্রকোনার বারহাট্টায় রূপালি আক্তার (২১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রূপালি আক্তার ওই গ্রামের মো. ফৌজদার মিয়ার মেয়ে। বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাঘমারা গ্রামের গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সকাল ৭টার দিকে রূপালির বাবার বসতবাড়ির গোয়ালঘরে ধর্নার সঙ্গে দড়ি দিয়ে ঝুলতে দেখতে পান স্বজনরা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।










