স্টাফ রিপোর্টার : সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে স্পর্ধিত তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক আবির সংবাদ পত্রের ৫ম তম বর্ষ পুর্তি উদযাপিত হয়েছে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সাপ্তাহিক আবির পত্রিকার প্রকাশক সুরাইয়া ইয়াসমিন রিতুর সভাপতিত্বে ও এস এ টিভি ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেল এর সঞ্চালনায় মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৪টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় সাপ্তাহিক আবির পত্রিকার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানমালা।
কেক কাটেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।
উপস্থিত রাজনীতিক, সাংবাদিক, প্রশাসনিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আবির পরিবারের সদস্যরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান। সুধীজনদের শুভ কামনা ও প্রত্যাশায় সমৃদ্ধ আবির পরিবারও মা, মাটি ও মানুষকে ভালোবেসে সাহসী পথচলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।










