স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে এসকে হাসপাতালের সামনে থেকে দেড় কেজি গাঁজাসহ তিন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার সাইদুর রহমান ও আবুল কাশেম। তাদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।










