স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার কর পুলিশ। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মল্লিকপুর থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর ফারুক, ফজলুল হক ও আবু সাইদ। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত ডাকাত ফারুকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতদের ব্যাপক পুলিশী জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ডাকাতদের নাম ঠিকানা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করার লক্ষে ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।










