গোলাম রব্বানী টিটু : শেরপুর জেলার সিংহভাগ লোক কৃষি ফসলের উপর নির্ভশীল। অত্র জেলায় আমন চাষীর সংখ্যা শতকরা ৭২-৭৫ ভাগ, বোরো চাষীর সংখ্যা শতকরা ৬০-৬৫ ভাগ। এদের মধ্যে বর্গাচাষীর সংখ্যা ১২-১৫ শতাংশ। এবছর বোরো চাষীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই অত্র জেলার অধিকাংশ লোকের কৃষি ফসল একমাত্র আয়ের উৎস।

শেরপুর জেলার কৃষকেরা বছরব্যাপী নানা জাতের কৃষি ফসল উৎপাদন করে থাকে। বর্তমান বোরো চাষের উপযুক্ত সময়। তাই কৃষকরা এখন হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে ভোর বেলায় বোরো বীজ রোপনে ব্যস্ত সময় পার করছেন।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানায় ১৪ হাজার ২০৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছরের লক্ষমাত্রা যা ধরা হয়েছে, তারচেয়ে বেশী বোরো চাষাবাদ হবে বলে ধারণা করা হচ্ছে।