আজহারুল ইসলাম : ধোবাউড়ায় ৮ম পে-স্কেল সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সম্মিলিত চাকুরীজীবী ফোরামের আহ্বায়ক আনন্দ চন্দ্র বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী রুসমত আলী, হাসমত উল্লাহ, মুখলেছুর রহমান, মাহবুব উল করিম, মোশারফ হোসেন, তোফায়েল আলম,রাজু আহমেদসহ চাকুরীজীবী ফোরামের সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সম্মিলিত চাকুরীজীবী ফোরামের আহ্বায়ক ও যুগ্ন আহবায়ক এর নেতৃত্বে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করেছেন।