ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর সদরের জোবেদা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, কর্মশালায় আলোচনা করেন ময়মনসিংহ জেলার সিনিয়র তথ্য অফিসার আল ফয়সাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন।










