আজহারুল ইসলাম : ধোবাউড়ায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এয়াকুব আলী খান স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিউট স্কুল এর খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মরহুম এয়াকুব আলী খানের সহধর্মিণী মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ধোবাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন প্রমুখ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাজংপাড়া ও রানার্সআপ সূর্যপুর। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।