স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতিসহ স্কুল ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ এনে তদন্তপুর্বক দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্কুল পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও তার অনুগত সহযোগী সদস্যরা এসব অনিয়ম দুর্নীতি ও টাকা আত্মসাতে জড়িত। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ দুর্নীতি দমন কমিশন দুদকের কাছেও লিখিতভাবে অবহিত করে প্রতিকার চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নিয়োগ কমিটির সুপারিশ পান শহীদুল ইসলাম। কিন্তু স্কুল পরিচালনা কমিটির সভাপতি নূও মোহাম্মদ মীর ও তার অনুগত সহযোগী সদস্যরা শহীদুল ইসলামকে যোগদান করতে দেননি। প্রচার রয়েছে, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও তার অনুগত সহযোগী কতিপয় সদস্য অন্য প্রাথীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়ায় শহীদুলের যোগদান নেননি। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলা হয়, স্কুল পরিচালনা কমিটি স্কুল পুকুর পাড়ের একটি কাজের জন্য গত ২০১৮ সালের ৬ মে গ্রামীণ ব্যাংক চরনিলক্ষীয়া শাখা থেকে ১ লাখ ৩০ টাকা তুলে আত্মসাত করেন। কারন এই কাজটি উপজেলা প্রকল্পের মাধ্যমে এর আগেই বাস্তবায়ন করা হয়। বিভিন্ন নির্মাণ ও উন্নয়ন কাজের টাকাসহ অনুদানের টাকাও এসময়ে আত্মসাত করে স্কুল পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির কোঅপ্ট সদস্য আসাদুজ্জামান রতন। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মুনির ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলল ফারজানা আক্তার কাকলি উপস্থিত ছিলেন।

 
 
							 
 
							 
 
							 
                         
 
							









 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                