স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে দলীয় নেতাকর্মীর ঢল নেমেছে। বুধবার (৫ জানুয়ারী) বিকেলে নগরীর কেন্দ্রস্থল রেলওয়ে স্টেশন চত্বরে নিজ নিজ অঙ্গ সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রায় ক্ষণিকের জন্য ময়মনসিংহ নগরীতে মিছিলে পরিণত হয়। শোভাযাত্রা রেলওয়ে কৃষ্ণচড়া চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিপ্লব ঘোষ তপু এর সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্ববায়ক মুবিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সোনার বাংলা গড়ার জন্য সোনার ছেলে চাই।
সেই সোনার ছেলে গড়ার প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, মহানগর আঃ লীগের সহ সভাপতি ও ময়মনসিংহ আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড. আল হোসাইন তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের সাবেক ভিপি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাকিল রানা চৌধুরী প্রবাল, দপ্তর সম্পাদক শেখ কাজল, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, আইন বিষয়ক সম্পাদক এড. তাজুল ইসলাম খোকন, মহানগর মহিলা আঃ লীগের সাধারণ সম্পাদক এড. রাশেদা তাহমিনা প্রীতি, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এড. আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আখেরুল ইমাম সোহাগ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান, জেলা যুবলীগ সদস্য রাশেদুজ্জামান রুমেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখখার হোসেন খোকন, যুগ্ম আহবায়ক সুজন, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ সব্যসাচী, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রবিন, আমেকসুর সাবেক ভিপি সরকার মুকুল,পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি আব্দুল আওয়াল সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রায় ছাত্রলীগের হাজার হাজার কর্মী অংশগ্রহণ করে।










