গোলাম রব্বানী টিটু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫ম ধাপে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে গলায় মালা পড়েছেন যারা। এরা হলেন ঝিনাইগাতী সদর শাহাদাৎ হোসেন প্রতীক (নৌকা) প্রাপ্ত ভোট-৬৬৭০ প্রতিদ্বন্দ্বি প্রার্থী সতন্ত্র আব্দুল কুদ্দস প্রতীক(ঘোড়া) প্রাপ্ত ভোট-৫৮৮৩ ,মালঝিকান্ধা মোজাম্মেল হক নৌকা (প্রতীক) প্রাপ্ত ভোট ৫৬২২ প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলহাজ্ব সামাদ প্রতীক (মটরসাইকেল) প্রাপ্ত ৩৮০৮ ভোট, কাংশা আতাউর রহমান বিএনপি সমর্থক প্রতীক(চশমা) প্রাপ্ত-৩৮৯৫ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী সতন্ত্র আনার উল্লাহ প্রতীক(মটরসাইকেল) প্রাপ্ত ভোট ৩৪৬২, ধানশাইল শফিকুল ইসলাম বিদ্রোহী প্রতীক(মটরসাইকেল) প্রাপ্ত ভোট ৩৮০৭, প্রতিদ্বন্দ্বি প্রার্থী তৌফিকুল ইসলাম (নৌকা) প্রাপ্ত ভোট ৩৩১১, নলকুড়া বিএনপির সমর্থিত এস এম রুকনুজ্জামান প্রতীক(মটরসাইকেল) প্রাপ্ত ভোট ৫৯১৯ প্রতিদ্বন্ধী প্রার্থী বিদ্রোহী মুজিবুর রহমান প্রতীক(চশমা) ৩৮০৫ ভোট, গৌরিপুর আশরাফুল ইসলাম পলাশ বিদ্রোহী প্রতীক(চশমা) প্রাপ্ত ভোট ৩৫০৫, প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান মুন্টু প্রতীক (নৌকা) প্রাপ্ত ৩৪৮২ ভোট ও হাতিবান্ধা ইউনিয়নে জাহাঙ্গির আলম বিএনপির সমর্থক প্রতীক (চশমা) প্রাপ্ত ভোট ২৮৪৪ প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওবায়দুল ইসলাম প্রতীক (নৌকা) প্রাপ্ত ভোট ২৭৯৮ ভোট পেয়ে বে সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

৭টি ইউনিয়নের নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরী। এছাড়াও জেলা-উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৭টি ইউনিয়নে নৌকা-২ বিএনপির সমর্থিত-৩ বিদ্রোহী-২ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।