স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে অগ্রদূত প্রতিবন্ধী উন্নয়ন ও সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লিঃ ও উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সহযোগিতায় ৬নং চর ঈশ্বরদীয়া ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১০’টায় ৩৫’টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ৬নং চর ঈশ্বরদীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, সাংবাদিক এ.এইচ.এম মোতালেব, অগ্রদূত প্রতিবন্ধী উন্নয়ন ও সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সভাপতি হোসনা আক্তার ও সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো: মোয়াজ্জেম হোসেন সরকার প্রমূখ। এছাড়াও অংশগ্রহণকারী দলীয় সদস্য প্রতিবন্ধী ব্যক্তিগণরা উপস্থিত ছিলেন।










