গোলাম রব্বানী টিটু : শেরপুরের ঝিনাইগাতীতে পলিথিন, বাল্যবিবাহ ও সরকারী খাস জমি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জেলা উপজেলা মাদক মুক্ত শহর গড়ে তুলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার মুস্তাফিজুর রহমান (এনডিসি)।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের নিয়ে বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।
এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুলাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, ওসি আবু বকর সিদ্দিক,দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম,শ্রী বিশ্বজিৎ রায় প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ বলেন সুন্দর জেলা উপজেলা ও দূর্নীতি মুক্ত গড়তে ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকল পেশার মানুষের সহযোগিতা করার আহবান রেখে সকল কর্মকর্তাদের মানুষের সেবায় কাজ করার জন্যে তাগিদ দেন এই কর্মকর্তা।










