মতিউল আলম : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ-এর অধীনে বৃহস্পতিবার এসএসসি ইংরেজী ১মপত্র পরীক্ষায় ১লাখ ১২হাজার ৬৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ৫ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মোট ১৩১টি কেন্দ্রে ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামছুল ইসলাম জানান, আজ ইংরেজীা ১মপত্র পরীক্ষায় ময়মনসিংহ জেলায় পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ২৭৫ জন, বহিস্কার ১জন। শেরপুর জেলায় অনুপস্থিত ৬৮ জন, জামালপুর জেলায় অনুপস্থিত ১৩৫ জন এবং বহিস্কার হয়েছে ১ জন। নেত্রকোনায় জেলায় অনুপস্থিত ছিল ৫৮ জন ও বহিস্কার ৩জন।