ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় বুধবার বিকেলে অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লার উদ্যোগে ”মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হকের সভাপতিত্বে ইউপি সচিব মতিউর রহমান সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক, ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল হক। উপস্থিত ছিলেন ধোবাউড়া সদর ইউনিয়নের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।










