বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সিদ্দিক মাষ্টার এর বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।
বুধবার সকালে প্রতিষ্ঠান সংলগ্ন শিমূলতলী বাজারে শিক্ষক নিয়োগে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেন ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ। সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির গভানিং বডির সদস্য প্রভাষক তৌহিদুল ইসলাম খোকন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল রাজ্জাক, প্রতিষ্ঠানটির শিক্ষক প্রভাষক মোস্তফা কামাল প্রমূখ।
প্রতিষ্ঠানটির গভানিং বডির সদস্য প্রভাষক তৌহিদুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সভাপতি আবু সিদ্দিক মাষ্টার ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে নিজের ইচ্ছে অনুযায়ী শিক্ষক নিয়োগের পায়তারা করছেন। ম্যানেজিং কমিটি কিংবা বিদ্যালয়ের কোন শিক্ষক প্রতিনিধি’র পরামর্শ তিনি নেননি।
ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল রাজ্জাক বলেন, আমি এ বিষয়ে মহামান্য আদালতে একটি অভিযোগ দায়ের করেছি। তা বিচারাধীন। আমাকে সভাপতির নিজস্ব লোক ময়মনসিংহে মামলা তুলে নেওয়ার জন্য হুমকিও দিয়েছেন। আমার কাছে তার প্রমাণ রয়েছে।
প্রতিষ্ঠানটির শিক্ষক প্রভাষক মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, আমি অত্র কলেজ শাখার শিক্ষক পদে কর্মরত আছি। আমাকে এই বিষয়ে কোন কথা বলতে সভাপতি নিষেধ করেছেন। আমার কলেজের ক্ষতি ও আমার ক্ষতি হবে বলে তিনি হুমকিও দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহজাদ সারোয়ার বলেন, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি একাধিকবার আমাকে হুমকি দিয়েছেন। আমি যেন নিয়োগের বিষয়ে কোন কথা না বলি। কিছুদিন আগে আমার সাথে এ বিষয়ে তর্ক হয়েছে। আমি দীর্ঘ ২৫ বছরের উপর এ প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে রয়েছি। উনার কথা না শুনলে বেতন ভাতার বিল আটকে দিবেন বলে আমাকে ও আমার শিক্ষকদের হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি আবু সিদ্দিক মাষ্টার বলেন, যে অভিযোগ উনারা আমার বিরুদ্ধে করেছেন তা মিথ্যে ও ষড়যন্ত্র মূলক। আমি প্রত্রিকার বিজ্ঞপ্তি থেকে শুরু করে শিক্ষক নিয়োগের বিষয়ে যা করেছি সব কিছুতেই উনাদের সম্মতি ও স্বাক্ষর রয়েছে। আমি কখনো শিক্ষকদের বিল ভাতা না দেওয়ার বিষয়ে কোন কথা বলেছি তা উনারা আমার সামনে বলতে পারবেন না। আর অর্থ নেওয়ার যে অভিযোগ উনারা করেছেন তা সম্পূর্ন মিথ্যে।










