শফিউল আলম লাভলু : 'হাতের পচ্ছিন্নতায় এসো সবে এক হই' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী রোমমান আরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।