কলমাকান্দা প্রতিনিধি : দৈনিক যুগান্তর প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে প্রথম ও জাতীয় প্রেস কাউন্সিল পদক-২০২২ পাওয়ায় নেত্রকোনার কলমাকান্দায় স্বজন সমাবেশের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বজন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম, ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্বজন উপদেষ্টা মো. ফখরুল আলম খসরু, সহ-সভাপতি আব্দুর রশিদ আকন্দ,
বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা প্রান্ত সাহা বিভাস, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি প্রভাষক প্রণয় কুমার তালুকদার, সহ-সভাপতি প্রভাষক রাজন সাহা রুপন, প্রশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সিংহ, কোষাধ্যক্ষ সুব্রত সাহা মিঠু, স্বজন রাজন কুমার সাহা, রনি সাহা, রিপন সরকার, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শেখ শামীম, উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের অডিটর চয়ন পন্ডিত,
দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি কবিরঞ্জন সাহা ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. হৃদয় আহমেদ প্রমুখ।










