নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ তালুকদার (৯০) আর নেই। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ন'টায় বার্ধক্যজনিত কারনে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান না ফেরার দেশে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ তালুকদার নেত্রকোণার মদনপুর ইউনিয়নের নন্দীগাও থেকে কেন্দুয়ায় এসে বসতি স্থাপন করেন এবং মৃত্যু অবধি জীবনের অধিকাংশ সময় কেন্দুয়ার আলো বাতাসেই কাটিয়েছেন বলে জানা যায় বিভিন্ন সূত্রে।

মুক্তিযোদ্ধা ছাড়াও তিনি ছিলেন একাধারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক-মানুষ গড়ার কারিগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব-নাট্যাভিনেতা ও সুদক্ষ পরিচালক।

স্বাস্থ্য সহকারী মোহাম্মদ তারিফুজ্জামান তালুকদার রিপন বলেন, আব্দুল লতিফ তালুকদার ছিলেন বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃত মতিউর রহমানের ফুফাতো ভাই এবং সিংহেরগাঁও বড় বাড়ি নিবাসী জাতির সূর্য সন্তান।

কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাংবাদিক, নাট্যকার, অভিনেতা ও উপজেলা উদীচীর সভাপতি বাবু রাখাল বিশ্বাস তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, অস্রু দিয়ে লেখা, বাগদত্তা ও একটি পয়সা নাটকে আমারা একই মঞ্চে অভিনয় করেছি। ব্যক্তি জীবনে তিনি ছিলেন, একজন নিরহংকার, প্রচার বিমুখ, মানব দরদী, সাদা মনের মানুষ ও বীর মুক্তিযোদ্ধা। আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি।

আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলী বলেন, আব্দুল লতিফ তালুকদার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মদনপুর ইউনিয়নের নন্দীপুর থেকে এসে কেন্দুয়ায় বসতি স্থাপন করেছিলেন।