নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহে যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান লিটনসহ আরও ১১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দুই দিনের যাচাই-বাছাইয়ে জেলার সাতটি আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হলো।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১১টি সংসদীয় আসনে মোট ৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিএনপির প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান লিটনের মনোনয়ন বাতিল করা হয়। একই দিনে আরও ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার জেলার তিনটি আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
ময়মনসিংহ-৪ সদর আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হামিদুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে এবি পার্টির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল হয়।
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নূরে আলম সিদ্দিকী ও বিএনপির প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ছয়জনের মনোনয়ন বাতিল করেন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-বিএনপির ডা. মো. মাহাবুবুর রহমান লিটন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার সাদাত, জয়নাল আবেদীন ও আবুল মুনসুর, খেলাফত মজলিসের প্রার্থী নজরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কুদ্দুস।
জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান জানান, মামলার তথ্য গোপন করায় বিএনপির প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান লিটনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কারনে অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে বলে তিনি জানান।









