অনলাইন ডেস্ক: মোস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা বাড়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ায় সেখানে দলের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।
ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। এ পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি।
বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। এরই মধ্যে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে।
এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।









