কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে মধ্য বয়সি এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

দুই সন্তানের জননী গৃহবধূ হেপি আক্তার (৪৩) মঙ্গলবার বিকেলে ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহের উদ্দেশ্য বাড়ির পাশে^র গাছ থেকে পাতা পাড়ার সময় একঝাক ভিমরুল তাকে আক্রমন করে কামড় দেয়।

এ সময় তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন।

সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ২ টার দিকে তিনি মারা গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে লাশ বাড়িতে নিয়ে আসলে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।