অনলাইন ডেস্ক : নেত্রকোনার মদনে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা আরিফুল ইসলাম (৩৫)–কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মদন পৌর শহরের চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম মদন সদর ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও নূর ইসলামের ছেলে। গ্রেপ্তারের পর তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে ইউনিয়ন বিএনপি।
পুলিশ ও সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবার, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দেশের বিভিন্ন থানায় তাঁর নামে অন্তত ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৩ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় তিনি নিজ মালিকানাধীন মাইজভান্ডারি পরিবহনের একটি বাসে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে, তাঁর গ্রেপ্তারের পরপরই রাতে মদন ইউনিয়ন বিএনপির জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আকন্দ ও সাধারণ সম্পাদক জাফর ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, আরিফুল ইসলামের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি, দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ডাকাতি, মারামারি ও সড়ক পরিবহন আইনে মামলা রয়েছে। নেত্রকোনা মডেল থানার একটি মাদক মামলায় ২০২৩ সালে আদালত তাঁকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেন।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তাঁকে থানায় রাখা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।










