মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মোঃ মাহবুবুল কবীরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দুই সদস্যের একটি তদন্ত টিম বিদ্যালয় প্রাঙ্গণে এসে সরেজমিনে তদন্ত কাজ শেষ করেন।
জানা যায়, অভিযোগকারী মোঃ হাবিবুর রহমান রানা গত ৭ অক্টোবর জেলা প্রশাসক বরাবর সভাপতি পদ বাতিলের আবেদন দাখিল করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ১৯ অক্টোবর জেলা প্রশাসক নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহম্মেদকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
এরপর জেলা শিক্ষা অফিসার সহকারী পরিদর্শক মঞ্জুরুল হুদা ও সহকারী পরিদর্শক আবু হুরাইয়াকে নিয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন এবং ২৩ অক্টোবর সরেজমিনে তদন্তের নির্দেশ দেন।
নির্ধারিত তারিখে তদন্ত কমিটির সদস্যরা বিদ্যালয়ে এসে অভিযোগকারী মোঃ হাবিবুর রহমান রানা, অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) ও এডহক কমিটির সভাপতি মোঃ মাহবুবুল কবীর, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন।
তদন্ত শেষে এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তারা জানান, অভিযোগকারীর অভিযোগের বিষয়বস্তু আংশিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। তবে যাকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে, তিনি বর্তমানে চলতি দায়িত্বে থাকলেও তার বেতন গ্রেড বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ নেই।
তদন্ত রিপোর্টের সুপারিশসহ প্রতিবেদনটি জেলা শিক্ষা অফিসের মাধ্যমে উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।










