স্টাফ রিপোর্টার:

শনিবার ময়মনসিংহের ভালুকা ডিগ্রী কলেজ মাঠে ও উপজেলা উথুরা কলেজ মাঠে গণসমাবেশ, শুভেচ্ছা মিছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি'র উদ্যোগে উথুরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ কালিমুল্লাহ এর সভাপতিত্বে গণসমাবেশে বিএনপির সাবেক কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র মেরামতের ৩১ দফা, ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণের অংশগ্রহণে এ গনসমাবেশে ময়মনসিংহ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, ড্যাব, জিয়া পরিষদ ও পেশাজীবী সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক শেখ ইউসুফ লিটন, ডাক্তার তোফায়েল আহমেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আমীর হোসেন, শিক্ষক নেতা অধ্যাপক মতিউর রহমান, সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপি'র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান, গুলজার হোসেন, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক আহসানুল্লাহ খান রুবেল, সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ুম রিপনসহ বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, পেশাজীবী পরিষদ, ওলামাদল, মুক্তিযোদ্ধা, ছাত্রদল, হিন্দু-বুদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের জেলা-উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ গনসমাবেশে বক্তব্য রাখেন।