জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দুরমুঠ ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন: রোকনাই এলাকার তমিজ আকন্দের ছেলে হেলাল আকন্দ (৫৬), ইদু শেখের ছেলে তমিজ উদ্দিন (৫৪), নুরুল ইসলামের ছেলে সোহাগ (৩০), নুরুল ইসলামের ছেলে মজনু মোল্লা (৫২), ইয়াসিন মোল্লার ছেলে ভুট্টো মোল্লা (৫০) ও সোনাহার মোল্লা (৫০)।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-২ এর ওসি রহুল আমিন তালকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।