নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন উপজেলার নন্নী এলাকার আব্দুর রহিম ওরফে হাম্বুল।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার রাজমিস্ত্রী সাগর আলী শ্রমিকসহ দুটি সিএনজি রিজার্ভ নিয়ে কাজের উদ্দেশ্যে নালিতাবাড়ীর সমশ্চুড়া যাচ্ছিলেন। পথিমধ্যে নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ১০টার দিকে চারজন দুর্বৃত্ত সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে।

দুর্বৃত্তরা শ্রমিকদের সঙ্গে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার আগে তারা ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাগর আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে অভিযুক্ত প্রধান আসামি আব্দুর রহিম ওরফে হাম্বুলকে গ্রেফতার করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।