নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
জানা যায়, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর পাটগুদাম রেলক্রসিং এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন। পরে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ঢাকার উদ্দেশে রওনা হয়।
ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, দুপুরে ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন দেখা দিলে চালক দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা বা মেয়াদোত্তীর্ণ অংশের ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিন এনে চলাচল স্বাভাবিক করা হয়।










