কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন, কেন্দুয়া পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযান চলাকালে কেন্দুয়া পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের নকশা না মেনে গড়ে তোলা একটি ভবনের অবৈধ অংশ ভাঙা, কোর্ট রোডের মল্লিক ভিলার অবৈধ দেয়াল ভাঙাসহ স্থায়ী -অস্থায়ী একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ।

এছাড়াও কেন্দুয়া কাঁচা বাজারে এক মুরগী ব্যবসায়ীকে পরিবেশ আইনে ১হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সকলকে সতর্ক করা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি ।

এ সময় সঙ্গে ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মীরা ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার মুঠোফোনে জানান, এর আগে অনেককেই লিখিত নোটিশ দেয়া হলেও অবৈধ স্থাপনা না সরানোয় এবং জন সাধারণের চলাচলের সুবিধার্থে এ অভিযান পরিচালনা করা হয় । তিনি আরো বলেন, পরিবেশ আইনে ১জনকে ১হাজার টাকা জরিমানাও করা হয় এবং এমন অভিযান অব্যাহত থাকবে ।