ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র-জনতা।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব জংশন স্টেশনে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থামিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিনের দাবি পূরণে বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত ভৈরবকে জেলা ঘোষণার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে সকাল সাড়ে ১০টা থেকে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।

অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও কিশোরগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভৈরব জংশন স্টেশনে আটকে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা এবং চরম ভোগান্তিতে পড়েন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল, মাওলানা শাহরিয়ার, গণ অধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ, ছাত্রনেতা গোলাম মহিউদ্দিন ও মুহাম্মদ জুনায়েদ প্রমুখ।