গফরগাঁও সংবাদদাতা : বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গফরগাঁও উলামা সমিতির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ শরিফুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য দেন— উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মনিরুজ্জামান, যুব মজলিস গফরগাঁও শাখার সভাপতি মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরী এবং ছাত্র মজলিস ময়মনসিংহ দক্ষিণ জেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের অবমাননাকারী কর্মকাণ্ডে জড়িত সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারীদের কোনোভাবেই বরদাশত করা হবে না।
বক্তারা আলেম-ওলামা ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ থেকে ইসলামবিদ্বেষী অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।










