কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারি প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২৭অক্টোবর) সকাল থেকে দুই দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিসে এ প্রশিক্ষণ ও কর্মশালা শুরু হয়।

উক্ত প্রশিক্ষণশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মতিউর রহমান প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষের বিভিন্ন পদ্ধতি ও এর গুরুত্ব তুলে ধরে উপস্থিত ২৫জন খামারিকে ঘাস চাষে উৎসাহিত করেন।

বন্যা, খরা তথা আপদকালীন কিভাবে ঘাস সংরক্ষণ করে পশু খাদ্যের অভাব মেটানো যায় সে বিষয়েও আলোকপাত করেন তিনি। তাছাড়া প্রাণিপুষ্টির উন্নয়নের সাথে মানুষের খাদ্য চাহিদা ও পুষ্টির সম্পৃক্ততার কথাও তিনি তুলে ধরেন প্রথম দিনের এই কর্মশালায়।