বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে পরিবারের অজান্তে দশানী নদীর পানিতে ডুবে ফাহিম মিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী মন্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম মিয়া ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা বাড়ির পাশের দশানী নদীতে ফাহিমের মরদেহ ভাসতে দেখেন। ধারণা করা হচ্ছে, পরিবারের অজান্তে শিশুটি নদীর পানিতে পড়ে যায়।
হঠাৎ এ মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।










