ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী পিআইও (৭২) ব্রেইনটিউমারের অপারেশনের পর ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টায় (১নভেম্বর) ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহে----রাজিউন)।
গত ২১অক্টোবর ওই হাসপাতালে তাঁর ব্রেইনটিউমারের অপারেশন করা হয়। তিনি স্ত্রী,২ছেলে রেখে গেছেন।
রোববার দুপুর বাদ জহুর ডাকাতিয়া বিন্নারিপাড়া জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ভালুকা প্রতিনিধি।

 
							
 
							
 
							
                        
 
							






