নালিতাবাড়ী প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মশিউর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর রবি মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় ৩৪৪০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে- ৩২০০ জন কৃষক প্রতি জন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০০ জন কৃষক প্রতি জন ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার , ৩০ জন কৃষক প্রতি জন ১ কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১০ জন কৃষক প্রতি জন ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার পাবেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।